

মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় বাড়ছে শিশু শ্রম । শিশু শ্রম বন্ধে যাদের বেশি আন্তরিক হওয়ার কথা ােধ তাদের প্রতিষ্ঠানেই শ্রম দিচ্ছে শিশু । আজ বৃহস্পতিবার মুক্তাগাছায় ১০ বছর বয়সী এক শিশুকে থানা কার্যালয় ঝাঁড়– দিয়ে পরিস্কার করতে দেখা গেছে । ঐ শিশুর মতো অসংখ্য শিশু মুক্তাগাছা পৌর শহর ও গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের শ্রমে নিয়োজিত রয়েছে। যে বয়সে তাদের বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে তারা টাকা রোজগারের জন্য কাজ করছে।
খোঁজ খবর নিয়ে জানা যায়, শিশুরা বিভিন্ন নির্মাণ কারখানা, মোটরগাড়ি ও রিকশা সারাইয়ের গ্যারেজ, সাইকেল নির্মাণ কারখানা, ইটভাটা, চায়ের দোকানসহ বিভিন্ন দোকান, হোটেল, রেস্তোরাঁ ও বাসাবাড়িতে কাজ করে জীবন-জীবিকা চালাচ্ছে। অনেক শিশু মুচির কাজ করছে। এ ছাড়া অনেক শিশু বাস, টেম্পো, হিউম্যান হলার এসব যানবাহনে সাহায্যকারী হিসেবে কাজ করছে।
অভিযোগে প্রকাশ , শিশুদের অল্প পারিশ্রমিক দিয়ে বেশি কাজ করে নেওয়া যায় বলে মালিকেরাও তাদের নিয়োগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিশু শ্রমিক নিয়োগকারী জানান, তুলনামূলকভাবে শিশু শ্রমিকরাই ভালো কাজ কওে থাকে। মজুরি নিয়েও বাড়াবাড়ি করে না তারা।
কয়েকজন শিশুশ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অনেকেই অল্প বয়স থেকে কাজ করছে। কেউ দুই-তিন বছর বিদ্যালয়ে গেলেও অভাবের তাড়নায় তাদের বাবা-মা কাজে পাঠাতে বাধ্য করছেন।
অভিজ্ঞমহল জানান, আইনে শিশুশ্রম সম্পূর্ণ নিষিদ্ধ। শিশুশ্রম বন্ধ করতে আইনের সুষ্ঠু প্রয়োগ হওয়া দরকার। আইনের সঠিক প্রয়োগ হচ্ছে কি না, এটি পর্যবেণ করতে হবে। এ জন্য আরও আরও বাজেট ও জনবল বাড়াতে হবে।
শ্রম আইন আমাদের দেশে পুরোপুরি মানা হয় না। শ্রম মন্ত্রণালয় ৪৬ ধরনের কাজকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, যার অনেক কাজই শিশুরা করছে। অথচ আইন অনুসারে ১৪ বছরের নীচে বয়স এমন শিশুরা কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবে না। এ ছাড়া তাদের পাঁচ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। বিদ্যালয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। কিন্তু এগুলো মানা হয় না। মালিক ও শ্রমসংশিষ্ট সংগঠনগুলোও এ বিষয়ে যথেষ্ট আন্তরিক নয়। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শিশু শ্রম জরিপ তথ্য সূত্রে জানা যায়, বাংলাদেশে শিশু শ্রমিকের সংখ্যা ১৭ লাখ। তন্মধ্যে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশু পূর্ণকালীন শ্রমিক হিসাবে কাজ করছে। সব মিলিয়ে দেশে ৩৪ লাখ ৫০ হাজার শিশু কোনো না কোনোভাবে শ্রমের সাথে যুক্ত রয়েছে।
ছবি ক্যপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : মুক্তাগাছা থানা কার্যালয়ে ঝুড়– দেয়ার কাজে নিয়োজিত এক শিশু শ্রমিক (১) মুচির কাজে নিয়োজিত শিুশু শ্রমিক (২)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন