photo

বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

মুক্তাগাছায় মাদকসেবীর কারাদণ্ড


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় মাদক সেবনের অভিযোগে কালাচাঁন (৩০) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. উম্মে আফছারী জহুরা কারাদন্ডের রায় ঘোষনা করেন ।মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের পুলিশ পরিদর্শক জানান, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাড়াটঙ্গীর বাসিন্দা আইয়ুব আলীর পুত্র কালাচাঁনের নিকট থেকে ২০গ্রাম গাঁজা উদ্ধার এবং তাকে আটক করা হয় । আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ------------ ময়মনসিংহে মুক্তাগাছা শহরের মেইনরোডে ভ্রাম্যমাণ আদালত একটি মসলার মিল কর্তৃপকে সতর্ক করে জরিমানা আদায় করেছে । গতকাল বুধবার সন্ধ্যায় অভিযান পরিচালিত হয় । মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. উম্মে আফছারী জহুরা জানান , খান মসলার মিলে ৩ বস্তা পঁচা মরিচ পাওয়ায় কর্তৃপরে নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং মরিচ জব্দ এবং মিলটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় জনস্বার্থে দিনে বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়েছে । ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : ২০ গ্রাম গাঁজাসহ আটক কালাচাঁন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন