
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ভারত থেকে চোরাইপথে আনা আড়াই লাখ টাকা মূল্যমাণের জিরা ও সুপারি উদ্ধার করেছে মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন )। এ সময় জিরা বহনকারী একটি পিকআপভ্যান এবং ড্রাইভারসহ ২ জনকে আটক করা হয়।
আজ শনিবার ভোরে ময়মনসিংহ- জামালপুর সড়কের মুক্তাগাছার চেচুয়া সংলগ্ন তারাকান্দি এলাকা থেকে মালামাল উদ্ধার ও দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার জাউন্নার চরের মো: হানিফ (৪২) এবং গলাচিপা পটুয়াখালীর পিকআপভ্যান ড্রাইভার রবিন চন্দ্র রায় (২৫) ।
মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ওসি (অপারেশন) মো: আব্দুল কাইয়ুম জানান, জামালপুর সীমান্ত দিয়ে ৯ বস্তা জিরা ও ২৬ বস্তা সুপারি আনার পর পিকআপভ্যানে ময়মনসিংহের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে তার একটি টহল দল অনুসরণ করে ময়মনসিংহ- জামালপুর সড়কের মুক্তাগাছার চেচুয়া সংলগ্ন তারাকান্দি এলাকায় পিকআপভ্যানটি আটক করে। এ সময় পিকভ্যানের চালক ও মালামালের শ্রমিককে আটক করা হয় ।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা । আসন্ন ঈদকে সমানে রেখে এসব চোরাই পথে আনা হচ্ছে। এব্যপারে মুক্তাগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন