
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় মেডিকেল টেকনোলজিস্টদের প্রারম্ভিক বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ ১০ দফা দাবিতে দুই দিন কর্মবিরতি পালন করেছেন মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।কেন্দ্র ঘোষিত কর্মসূচির দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয় । গতকাল বুধবার অনুরুপ কর্মবিরতি পালন করেন তারা।
কর্মসূচীতে নেতৃত্ব দেন মো: সোহলে, আইনাল হক, আব্দুল্লাহ আল হাদী, মুকুল সাহা, সেলিনা আক্তার প্রমুখ ।
বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্টদের পিঠ দেয়ালে ঠেকেছে। সাত দিনের মধ্যে ১০ দাবি মেনে না নিলে ২৮ মে লাগাতার কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
১০ দাবির বাকিগুলো হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত অবৈধ মেডিকেল টেকনোলজি কোর্স বন্ধ করা, তাদের মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে সরকারি চাকরিতে নিয়োগ না দেওয়া, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বিজ্ঞপ্তির ওপর রিট পিটিশন খারিজ পূর্বক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর স্থাপন, বিএসএমএমইউতে সব অনুষদের মেডিকেল টেকনোলজিস্টদের এমএসসি কোর্স চালুসহ বন্ধকৃত বিএসসি ডেন্টাল কোর্স চালু করা, বিএসসি-এমএসসি ডিগ্রিধারী মেডিকেল টেকনোলজিস্টদের নবম গ্রেড পদ সৃষ্টি ও রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ হতে ডিপ্লোমা সনদধারী মেডিকেল টেকনোলজিস্টদের জন্যে ১০ম গ্রেডে পদ সৃষ্টি করে পদায়ন, মেডিকেল টেকনোলজিস্টদের প্র্যাকটিস রেজিস্ট্রেশন প্রদান ও ঝুঁকি-ভাতা চালু এবং স্বাস্থ্যমন্ত্রীর সই করা মাইনর বাস্তবায়ন।
হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন