
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় । বিয়ের ১০ বছর কেটে গেছে । এমন কোন দিন নেই নেশাগ্রস্থ স্বামী আমাকে নির্যাতন করেনি । প্রতিদিন পিটুনি খেতে খেতে শরীর অবস হয়ে গেছে । অবশেষে আর সহ্য করতে না পেয়ে দুই শিশু পুত্র নিয়ে বাধ্য হয়েই পঙ্গু পিতার বাড়িতে আশ্রয় নিয়েছি । আজ শুক্রবার মুক্তাগাছা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে এসে অকথ্য নির্যাতনের বর্ণনা দেন ফারজানা (৩০) । জানা যায়, মুক্তাগাছা পাড়াটঙ্গী এলাকার রিকশা চালক শারিরীক প্রতিবন্ধী রয়তুল্লা ফরাজির মেয়ে ফারজানা । ১০ বছর আগে শ্রীপুরের বাসিন্দা আরিফের সাথে বিয়ে হয় তার । শ্বশুরবাড়িতে এসে জানতে পায় স্বামী আরিফ মদ , হেরোইন ও গাঁজার নেশায় আসক্ত । মাসে ৪/৫ দিন অটো রিকশা চালালে বাকী দিন বাড়িতে বসে নেশায় মত্ত থাকে । এরপর যৌতুক দাবী করে ফারজানাকে মারধর করে । গতকাল বৃহস্পতিবার রাতে নেশা করে এসে ধারালো দায়ের পিঠ দিয়ে কোপ দেয় তাকে । এতে চোখের নিচের অংশ থেতলে যায় । এছাড়াও শরীরের বিভিন্ন স্থান জখম করে । নির্যাতন সইতে না সন্তানদের নিয়ে পিত্রালয়ে চলে আসে । আজ শুক্রবার এব্যাপারে ফাজানা বাদী হয়ে আরিফের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন । ফারজানার পিতা রয়তুল্লা ফরাজি জানান, যখন সুস্থ ছিলাম তখন রিকশা চালিয়ে আরিফকে টাকা পয়সা দিয়ে সহযোগীতা করেছি । এখন আমি পঙ্গু । নিজেই চলতে পারিনা । তাকে কোথা থেকে দিবো । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, অভিযোগ পাওয়া গেছে । এব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে ।
মুক্তাগাছা (ময়মনসিংহ) : স্বামীর নির্যাতন ফারজানা এখন পঙ্গু পিতার আশ্রয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন