photo

সোমবার, ২৩ মে, ২০১৬

মুক্তাগাছায় ইউপি নির্বাচনে আনসার ভিডিপি নিয়োগে দুর্নীতি


মনোনেশ দাস :ময়মনসিংহে মুক্তাগাছায় আসন্ন পঞ্চম ধাপের নির্বাচনে কেন্দ্র নিরাপত্তার দায়িত্বে আনসার বিডিপি নিয়োগে দুর্নীতি অনিয়ম ও অর্থ আতœসাতের অভিযোগ উঠেছে । আজ সোমবার মুক্তাগাছা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে বাছাইয়ের নামে দিনভর লাইনে দাড়িয়ে নিয়োগ না পেয়ে বিক্ষুদ্ধ আনসারগণ বাড়ি ফিরে গেছেন । অভিযোগে প্রকাশ, উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯৬টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ১৬শ’ ৩২ জন আনসার ভিডিপিকে নিয়োগ দানের জন্য নির্দেশনা দেয়া হয় । এই আনসার ভিডিপি নিয়োগের দায়িত্ব পান উপজেলা আনসার ভিডিপির সহকারী কর্মকর্তা নাজমা বেগম । নিয়োগ বঞ্চিত মুক্তাগাছার আনসার ভিডিপির বিক্ষুদ্ধ সদস্যরা অভিযোগ করেন , জনপ্রতি আনসার ভিডিপির নিকট থেকে ৫০০ টাকা হিসাবে আদায় করা হয়েছে । পাশ্ববর্তি ফুলবাড়িয়ার অধিকাংশ আনসারের নিকট থেকে ৫শ টাকা হিসাবে নিয়ে আগেই তাদের নিয়োগ চূড়ান্ত করা হয় । আজ সোমবার মুক্তাগাছায় লোকদেখানো বাছাই প্রক্রিয়ায় মুক্তাগাছার আনসারদের লাইনে দাড় করানো হয় । দিনভর লাইনে দাড় করিয়ে রেখে, বিকালে তাদের নিয়োগ না দিয়েই বিদায় করা হয় । আনসার ভিডিপির মুক্তাগাছার মানকোন ইউনিয়নের কমান্ডার মো: সোহরাব জানান, আনসার বিডিপি নিয়োগের নামে মুক্তাগাছা অফিসে ৩শ’টাকা এবং ময়মনসিংহ অফিসের কর্মকর্তাদের নামে ২শ’ টাকা মোট ৫০০ টাকা আদায় করা হয় । তাছাড়া বহিরাগত আনসার ভিপিপি নিয়োগ দেয়ায় মুক্তাগাছার আনসার ভিডিপিরা দীর্ঘদিনের প্রতিক্ষিত দুপয়সা আয় থেকে বঞ্চিত হলেন । এব্যাপারে প্রতিবাদ করলে আমার সাথে নিয়োগ কর্তার বাক বিতন্ড হয় । অভিযোগকারী আনসার ভিডিপি সদস্যরা জানান, সহকারী কর্মকর্তা নাজমা বেগম উৎকোচ নিয়ে নিজে নিজে গ্রুপ বানিয়ে বাছাই না করে আগেই নিয়োগ দিয়ে দিয়েছেন । এব্যাপারে যোগাযোগ করা হলে, কোন মন্তব্য করতে রাজি হননি নিয়োগকারী আনসার ভিডিপি কর্মকর্তা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন