photo

সোমবার, ২৩ মে, ২০১৬

মুক্তাগাছায় আশ্রয়ন প্রকল্পে ১০ দিন মেয়াদী ভিডিপি প্রশিক্ষণ


মনোনেশ দাস : ময়মনসিংহেয় মুক্তাগাছায় দুল্লা ইউনিয়নের চন্ডিমন্ডব গ্রামে অনুষ্ঠিত ১০ দিন মেয়াদী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। সোমবার মিলেনিয়াম মাধ্যমিক বিদ্যালয়ে সার্কেল অ্যাডজুটান্ট মুহাম্মদ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ জিয়াউল হাসান। তিনি তার বক্তব্যে বলেন জনবহুল আমাদের এ দেশে সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ ও কর্মঠ জনশক্তি। আর এই দক্ষ ও কর্মঠ জনশক্তি তৈরী এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষে আনসার ও ভিডিপি বাহিনী তৃণমূল পর্যায়ে প্রদান করছে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এবং বিভিন্ন মেয়াদী কর্মমূখী কারিগরি প্রশিক্ষণ। চন্ডি মন্ডব আশ্রয়ন প্রকল্প ১ ও ২ এর গুচ্ছ গ্রামের ৩২ জন পূরুষ ও ৩২ জন মহিলার সম্বয়ে গঠিত ভিডিপির দুটি প্লাটুনের সদস্য সদস্যাদেরকে ১০ কার্যদিবস মেয়াদী এ প্রশিক্ষণে আনসার ভিডিপি বাহিনী সম্পর্কে সার্বিক ধারণাসহ গ্রামের আইন শৃংখলারক্ষা, বৃক্ষরোপন, মৎস্য চাষ, গবাদীপশু পালন, পরিবার পরিকল্পনা, গণশিক্ষা, স্বাস্থ্যসচেতনতা, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে তথ্য প্রদান, যৌতুক ও বাল্য বিবাহরোধে গণ স্বচেতনতা সৃষ্টি লক্ষ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্ত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সকল বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন । এ প্রাশিক্ষণ ভিডিপি সদস্য সদস্যাদের আত্ম উন্নয়ন এবং পরবর্তীতে আত্ম কর্মসংস্থানের পথ বেছেনিয়ে বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণে সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে এবং আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা। সমাপনী অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কমকর্তা নাজমা বেগম এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ওয়ায়েজ করনী সামাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট মোঃ জিয়াউল হাসান ৩২ জন পূরুষ ও ৩২ জন মহিলাসহ মোট ৬৪ জন ভিডিপি সদস্যদের মাঝে প্রশিক্ষণ ভাতা প্রদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন