photo

মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

মুক্তাগাছায় বোরো ধান সংগ্রহ শুরু


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি ২৩ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য বিভাগ। মঙ্গলবার বেলা ১১টায় খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন মুক্তাগাছার এমপি ও তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি । এসময় উপস্থিত ছিলেন ইউএনও জুলকার নায়ন, উপজেলা কুষি কর্মকর্তা নারগিস আক্তার, খাদ্য কর্মকর্তা চান মিয়া, গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান প্রমুখ । উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, আগামী ৩১ আগস্ট পর্যন্ত উপজেলায় ২৩ টাকা কেজি দরে ধান কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। তিনি বলেন, প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন এবং সর্বনিম্ন ৪০ কেজি ধান ক্রয় করা হবে। ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : বোরো ধান সংগ্রহ উদ্বোধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন