
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় শহরে অবস্থিত ছোটহিস্যার পরিত্যক্ত জমিদার বাড়িটি যথাযথ সংস্কার আর সংরক্ষণের আজ ধ্বংসের পথে । অপরদিকে এই বাড়িতে অবৈধভাবে বেদখল করে ঝুঁকিপূর্নভাবে বসবাস কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরে । জানা যায়, মুক্তাগাছার ১৬ জন জমিদারের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর বড় ছেলে রামরামের ছোট ছেলে কৃষ্ণচন্দ্রের এই বাড়িটি ছোটহিস্যার জমিদার বাড়ি নামে খ্যাত আজ মুক্তাগাছায় জমিদারী নেই । আছে জমিদার বাড়ি । ২৩০ বছরের জমিদারীর ইতি ঘটেছে ১৯৫১ সালে । মুক্তাগাছায় ছিলো ১৬ টি জমিদার বাড়ি । এই ১৬ টি বাড়ির মধ্যে ১টি বাড়ি সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষণ করছে । অপর বাড়িগুলির মধ্যে সরকারী প্রতিষ্ঠান সাব রেজিস্ট্রি অফিস , ভূমি অফিস , সরকারী কলেজ , আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্প , বেসরকারীভাবে নগেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয় , নবারুন বিদ্যা নিকেতন , মুকুল নিকেতন নামের শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধা সংসদ গড়ে উঠেছে । ১৬ টি জমিদার বাড়ির মধ্যে প্রত্নতত্ব বিভাগের সংরক্ষিত আট আনির জমিদার বাড়ি সংলগ্ন ছোটহিস্যার জমিদার বাড়িটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে । এই বাড়িটি বর্তমানে বেদখল করে রেখেছে একটি প্রভাবশালী মহল। বেদখলী বাড়িটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ । বসবাসের জন্য সম্পূর্ন অনুপযোগী । বাড়িটির এক পাশের ছাঁদ ধ্বসে পড়েছে বহু আগেই । অপর অংশে বেদখল করে কয়েকটি পরিবার অনেকদিন ধরে বসবাস করে আসছে । এই ঝুঁকিপূর্ণ বাড়িতে অবৈধ বসবাসের কারণে যে কোন মুহুর্তে জান মালের ক্ষতি হতে পারে বলে স্থানীয় বাসিন্দারা আশংকা প্রকাশ করেছেন । এলাকাবাসী অবৈধ দখলদার উচ্ছেদপূর্বক বাড়িটির সংস্কার ও সংরক্ষণের দাবী জানান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন