
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় এক নম্বর দুল্লা ইউনিয়নের স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পোস্টার ছেঁড়া ও সমর্থকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে । গতকাল মঙ্গলবার রাত ১টা থেকে ভোররাত ৪ টা পর্যন্ত আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা এঘটনা ঘটিয়েছে ।এব্যাপারে আজ বুধবার উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে । আনারস মার্কার প্রার্থী হোসেন আলী হুসি অভিযোগ করেছেন, দুল্লা ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের ইছাখালী ও ৮নং ওয়ার্ডের ভদ্রের বাইদে আমার নির্বাচনী ক্যাম্পে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে ৩ শতাধিক ঐ দলের লোকজন ঢুকে নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলে । এসময় নির্বাচনী ক্যাম্পে অবস্থানরত আমার ৪ জন কর্মী সেকান্দর আলী, সাইদুল ইসলাম, বজলু মাস্টার ও সেলিম মিয়াকে তারা তুলে নিয়ে যায় । এরপর তারা রাতভর আমার নির্বাচনী এলাকায় অনেক পোস্টার ছিঁড়ে ফেলে । বেশির ভাগ পোস্টার দোমড়ানো- মোচড়ানো ।কোন কোন স্থানে পোস্টার নেই , আছে কেবল দড়ি ।ভোররাত ৪টায় ওরা ৪ জনকে ছেড়ে দেয় ।এব্যাপারে মুক্তাগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মাহমুদুল আলম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে । নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন