photo

বুধবার, ১ জুন, ২০১৬

মুক্তাগাছায় হারিয়ে যাচ্ছে মূল্যবান ভেষজ ধুতুরা


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় গ্রামবাংলার ঝোপ - ঝাড়ে যে গাছটিকে ভয় বিষের চেয়েও কম নয় এর নাম‘ ধুতুরা’ । এ গাছ খেলে মানুষ অজ্ঞান ও পাগল হয় তা কারো অজানা নয় । জানা যায়, এর বৈজ্ঞানিক নাম ধুতুরা মিটিল । ধুতুরার ট্রোপেন এলকালোডিস নামের বিষক্রিয়ায় মানুষ বা পশুপাখির মৃত্যু পর্যন্ত হতে পারে । ধুতুরা মূলত : গুল্ম জাতীয় উদ্ভিদ । গ্রামাঞ্চলের ঝাড়- জঙ্গলে কয়েক কদম হাাঁটলে হয়তো এর দেখা পাওয়া যাবে । আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্রাচার্য চিরঞ্জীব বনৌষধিতে ধুতুরার ফুল , ফল , পাতা , কান্ড , মূল সবই বিভিন্ন ভেষজ প্রয়োগের কথা উল্লেখ করেছেন । এর বীজ থেকে চেতনানাশক পদার্থ তৈরি করা হয় । এর সাধারণ গুণ কটুরস , উষ্ণবীর্য, মূর্ছাকারক , ভ্রমকারক, নিদ্রাকারক , বায়ুবর্ধক , ক্লান্তিবর্ধক , বেদনানাশক , মূত্রকর এবং জ্বর , কাশ , শ্বাসকষ্ট , চুলকানি , পাঁচড়া , ব্রণ নাশক । ধুতুরা পাতার রস মাখলে উকুন মরে যায় । রস ব্যথা ফুরায় দিলে উপশম হয় । চর্মরোগ , টেউমার , অর্শসহ বহু রোগের ওষুধ ধুতুরা। ১৮০৫ সালে হোমিওপ্যাথিকে হ্যানিমান পাকা ধুতুরা ফলের বীজ থেকে টিংচার প্রস্তুতের মাধ্যমে সুপরীক্ষিত ওষুধ তৈরি করেন । এই ওষুধ উন্মাদ রোগেই বেশি ব্যবহৃত হয়ে আসছে । চৈনিক ভেষজ চিকিৎসায় পঞ্চশটি প্রধান উদ্ভিদের একটি ধুতুরা । বাংলাদেশের প্রখ্যাত ভেষজ চিকিৎসক আব্দুর রাজ্জাক জানান , লোকালয়ের ঝোপ- ঝাড় ধ্বংস করে আবাদী জমি তৈরির ফলে অন্যান্য মূল্যবান গাছের মত ধুতুরাও হারিয়ে যেতে বসেছে । ========================----------------------------------------------------------------মুক্তাগাছায় সাংবাদিক মনোনেশ দাস - Facebook https://www.facebook.com/মুক্তাগাছায়-সাংবাদিক-মনোনে... মুক্তাগাছায় সাংবাদিক মনোনেশ দাস. 267 likes · 5 talking about this. News Personality. মুক্তাগাছায় ময়মনসিংহে Mymensingh News muktagachanews.blogspot.com/ মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় উপজেলার ১০ ইউনিয়নে ৪ টিতে আওয়ামী লীগ, ৪ টিতে বিএনপি এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- ১নং দুল্লা স্বতন্ত্র হোসেন আলী হুশি (আনারস) ,২নং বড়গ্রাম আওয়ামী লীগ সিদ্দিকুজ্জামান সিদ্দিক (নৌকা), ৩নং তাঁরাটি আওয়ামী লীগ মনিরুজ্জামান মনির (নৌকা) ,৪নং কুমারগাতা ... মুক্তাগাছায় বিএনপি প্রার্থীকে মারপিট - BanglaNews24 www.banglanews24.com/.../মুক্তাগাছায়-বিএনপি-প্রার্থী... ৪ দিন আগে - ময়মনসিংহ : মুক্তাগাছার ১০ নং খেরুয়াজানি ইউনিয়নের গড়বাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে বিএনপি'র এজেন্ট বের করে দেয়ার প্রতিবাদ করতে গিয়ে জাতীয় পার্টির বহুল আলোচিত নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলমের বেদম মারপিটের শিকার হয়েছেন বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম মাজাহারুল। শনিবার (২৮ ... মুক্তাগাছায় আ'লীগ ৫, বিএনপি ৩, স্বতন্ত্র ২ - BanglaNews24 www.banglanews24.com/.../মুক্তাগাছায়-আ’লীগ-৫,-বিএনপি-৩... ৪ দিন আগে - ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীরা ৫ ইউপিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। সংসদের বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপির প্রার্থীরা ৩টিতে এবং স্বতন্ত্র প্রার্থীরা ২ ইউপিতে জয়লাভ করেছেন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে ... মুক্তাগাছায় নির্বাচনকে কেন্দ্র করে যুবকের আত্মহত্যা | ইউপি নির্বাচন ... www.ittefaq.com.bd/union-parishad-election/2016/05/31/70388.html মুক্তাগাছায় নির্বাচনকে কেন্দ্র করে যুবকের আত্মহত্যা. মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা৩১ মে, ২০১৬ ইং ১২:১৩ মিঃ. মুক্তাগাছায় নির্বাচনকে কেন্দ্র করে যুবকের আত্মহত্যা. ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক ইউপি মেম্বার প্রার্থীর ছেলে মো. হাসান তারেক (২৬) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় পুলিশ তার লাশ উদ্ধার করে। মুক্তাগাছায় হেরোইনসহ যুবক আটক | সারাদেশ | The Daily Ittefaq www.ittefaq.com.bd/wholecountry/2016/05/31/70368.html ২২ ঘণ্টা আগে - ময়মনসিংহের মুক্তাগাছায় হেরোইনসহ এক যুবককে আটক করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ মঙ্গলবার আটককৃত মো. উজ্জল হাসানকে (২৬) ঘোষবাড়ি ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বাবার নাম আব্দুল কদ্দুস। ব্যাটালিয়নের এএসপি মোরশেদা খাতুন জানান, সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার ঘোষবাড়ি এলাকা থেকে তাকে ... মুক্তাগাছায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে | ইউপি নির্বাচন | The Daily Ittefaq www.ittefaq.com.bd/union-parishad-election/2016/05/28/69889.html ৪ দিন আগে - ময়মনসিংহের মুক্তাগাছায় শনিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারই প্রথম দলীয় ভিত্তিতে এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ভোটারদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের দলীয় প্রতীক ... মুক্তাগাছায় নৌকায় জাল ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: পুলিশের গুলি ... www.sheershanewsbd.com/2016/05/28/129444 ৪ দিন আগে - শীর্ষ নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে. মুক্তাগাছায় জালভোট ব্যালট ছিনতাই, পুলিশের গুলি - প্রচ্ছদ www.ntvbd.com/.../মুক্তাগাছায়-জালভোট-ব্যালট-ছিনতাই,... মুক্তাগাছায় জালভোট ব্যালট ছিনতাই, পুলিশের গুলি. আ. লীগ নেতাকে জরিমানা. ২৮ মে ২০১৬, ২৩:৩৭. আইয়ুব আলী, ময়মনসিংহ. ইউনিয়ন পরিষদের নির্বাচনে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় কেন্দ্র দখলের চেষ্টা, জাল ভোট প্রদান ও অন্তত চারটি কেন্দ্রে পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটছে। দুটি কেন্দ্রে জালভোট দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। মুক্তাগাছায় অজানা উদ্ভিদের সন্ধান! :: দৈনিক ইত্তেফাক https://plus.google.com/.../posts/6uBhx8DRMun মনোনেশ দাস দাস ১৯ মে, ২০১৪ - মুক্তাগাছায় অজানা উদ্ভিদের সন্ধান! :: দৈনিক ইত্তেফাক মুক্তাগাছায় https://plus.google.com/.../posts/QXS2hiW6nqp মনোনেশ দাস দাস ১৭ মার্চ, ২০১৪ - মুক্তাগাছায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন