photo

শনিবার, ২৮ মে, ২০১৬

মুক্তাগাছায় আওয়ামী লীগ ৪ বিএনপি ৪ স্বতন্ত্র ২


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় উপজেলার ১০ ইউনিয়নে ৪ টিতে আওয়ামী লীগ, ৪ টিতে বিএনপি এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- ১নং দুল্লা স্বতন্ত্র হোসেন আলী হুশি (আনারস) ,২নং বড়গ্রাম আওয়ামী লীগ সিদ্দিকুজ্জামান সিদ্দিক (নৌকা), ৩নং তাঁরাটি আওয়ামী লীগ মনিরুজ্জামান মনির (নৌকা) ,৪নং কুমারগাতা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত মোঃ আকবর আলী (নৌকা), ৫নং বাঁশাটি বিএনপির হাফিজুর রহমান মঞ্জু (ধানের শীষ), ৬ নং মানকোন বিএনপির একেএম আমিনুল ইসলাম (ধানের শীষ), ৭ নং ঘোগা বিএনপি কামরুজ্জামান লেবু(ধানের শীষ), ৮নং দাওগাঁও আওয়ামীলীগ মজনু সরকার নৌকা), ৯নং কাশিমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইফতেখার রছুল চৌধুরী (আনারস), ১০নং খেরুয়াজানী বিএনপির রফিকুল ইসলাম মাজাহারুল (ধানের শীষ) ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন