
মনোনেশ দাস : ময়মনসিংহে ময়মনসিংহে মুক্তাগাছায় ব্যাটারিচালিত অটো বাইক ছিনতাইকারী চক্রের দুই জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । ময়মনসিংহে আজ রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে কালিবাড়ি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলেন, মো: মহিউদ্দিন (৪৫) বাইপাইল, রুপগঞ্জ , নারায়ণগঞ্জ এবং আলী হোসেন (৩০) সায়দাবাদ , যাত্রবাড়ি ঢাকা ।
স্থানীয় বাসিন্দা এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৩ টার দিকে ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের পাশে মধুপুরের ২৫ মাইল এলাকায় একটি পিকাপ (নং ঢাকা মেট্রো ন- ১৩-০৩১৩) নিয়ে চলাচলরত ব্যাটারি চালিত অটোবাইক চালকদের গতিরোধ করে । এসময় তারা নিজদের ডিবি পুলিশ হিসাবে দাবী করে । এক পর্যায়ে ব্যাটারি চালিত একটি অটোবাইক ছিনতাই করে তাদের ব্যবহৃত পিকাপে উঠিয়ে নিয়ে মুক্তাগাছার দিকে আসতে থাকে । এরই মাঝে ছিনতাই হওয়া অটোবাইক চালক তার মোবাইল ফোনে মুক্তাগাছার কালিবাড়ি এলাকায় তার পরিচিতদের ঘটনাটি জানায় ।
বিকাল সাড়ে ৩টার দিকে কালিবাড়ি এলাকায় অবস্থানরত অটোবাইক চালকের লোকজন ছিনতাইয়ের কাজে ব্যবহৃত পিকাপ ,ছিনতাই হওয়া অটোবাইকসহ তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয় ।
পুলিশ এসে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত পিকাপ আটক,ছিনতাই হওয়া অটোবাইক উদ্ধার এবং তাদের গ্রেফতার করে মুক্তাগাছা থানা হাজতে( শ্রীঘরে পাঠায় ) ।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই ) ওয়াজেদ আলী জানান, তাদের পিকাপে অটোবাইক তোলার ৫টি কাঠের তক্তাও উদ্ধার করা হয়েছে ।
মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) মাহবুবুল হক জানান, ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন