photo

রবিবার, ১৯ জুন, ২০১৬

মুক্তাগাছায় যানজট


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় প্রতিদিন বাড়ছে যানজট । পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে মুক্তাগাছা শহরে মানুষের সাথে সাথে বেড়েছে যানবাহনের সংখ্যা। যানজট নিরসনে উপজেলা , পৌরসভা প্রশাসন ও পুলিশ বিভাগ নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে । যানজটের কারণে ময়মনসিংহ- উত্তরবঙ্গ সড়কে চলাচলরত যানবাহন যাত্রীদের দুর্ভোগ এখন চরমে । মুক্তাগাছার নতুন বাজার থেকে ভাবকির মোড় পর্যন্ত ১০ মিনিটের পথ যেতে সময় লাগছে আধ ঘন্টা থেকে ১ ঘন্টা পর্যন্ত । রাস্তা দখল করে রেখেছে ইসলাম পরিবহন, পালকি, সিএনজি চালিত অটো রিকশা , রিকশা, নসিমন , করিমন আর অবৈধ দোকানপাট । এসবের কারণে পথচারীরাও ঠিকভাবে রাস্তায় চলাচল করতে পারছেন না। জানা যায়, ঈদ উপলক্ষে মুক্তাগাছা শহরে মানুষের আনাগোনা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে যানবাহন চলাচল। যানজটের অন্যতম কারণ যত্রতত্র গাড়ি পার্কিং। এদিকে উপজেলা প্রশাসন, পৌরসভা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে অবৈধ দখলদারমুক্ত ও অবৈধ বাসস্ট্যান্ড উচ্ছেদের ব্যবস্থা না থাকায় দিন দিন তা প্রতিযোগতামূলক ভাবে বাড়ছে । মুক্তাগাছার একটি বেসরকারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শহরের নতুন বাজার থেকে শহরতরীর ভাবকির মোড় পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের রাস্তার দুইপাশে গড়ে তোলা হয়েছে ৫ শতাধিক অবৈধ প্রতিষ্ঠান । যানজটের কথা স্বীকার করে মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান জানান, এব্যাপারে আমার পক্ষ থেকে উপজেলা আইন শংঙ্খলা ও উন্নয়ন সমন্ময় কমিটির সভায় বার বার উত্থাপন করা হয়েছে । ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : ময়মনসিংহ- উত্তরবঙ্গ সড়কের মুক্তাগাছার নাপিত খোলায় যাটজটের দৃশ্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন