photo

মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

মুক্তাগাছায় হেরোইনসহ গ্রেফতার এক


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে । আজ মঙ্গলবার সকালে অভিযান পরিচালিত হয় । গ্রেফতারকৃত মোখলেছুর রহমান (৪০) পিতা-মোঃ সাম্মত আলী কোতোয়ালী ময়মনসিংহ থানাধীন কাতলাসেন গ্রামের বাসিন্দা । অভিযানের নেতৃত্বদানকারী ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহকারী পুলিশ সুপার (এএসপি)মীর মনির হোসেন জানান, মুক্তাগাছার থানাধীন ইটাচকি এলাকা থেকে ১৫ হাজার টাকা মূল্যমানের হেরোইনহ মোখলেছুর রহমাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয় । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, মঙ্গলবার বিকাল ৪টায় গ্রেফতারকৃত মোখলেছুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে । ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : হেরোইনসহ গ্রেফতার এক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন