
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১২৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সংশ্লিষ্ট অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে । বুধবার গভীর রাতে অভিযান পরিচালিত হয় । গ্রেপ্তার কৃতরা হলেন, মোঃ ফারুক (৪৫), মোঃ জুয়েল (২২) এবং মোঃ শফিকুল ইসলাম (৩০) । ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , এএসপি ইব্রাহীম এবং এএসপি নাজনীন আক্তার অভিযানের নেতৃত্ব দেন । সূত্র জানায়, কিশোরঞ্জের কুলিয়ারচরে সাড়ে ১১ টায় তাতারকান্দি এলাকায় জহুরুল ইসলাম ড্রেসিং প্লান এলাকায় ১,১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২(দুই) জন আসামী গ্রেফতার করা হয় । এরা হলেন, মোঃ ফারুক (৪৫), পিতা- মৃত মস্তু মেম্বার এবং (২) মোঃ জুয়েল (২২) উভয় থানা-কুলিয়ারচর জেলা কিশোরগঞ্জ । একই সময় ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন মশিউর নগর বাজারস্থ রেল লাইন সংলগ্ন এলাকা থেকে ৯৫ পিস, ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শফিকুল ইসলামকে (৩০), পিতা-মৃত বাহার উদ্দিন, থানা-কোতোয়ালী গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জের কুলিয়ারচর এবং ময়মনসিংহ কোতোয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন