photo

বুধবার, ২২ জুন, ২০১৬

মুক্তাগাছার সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় সার্বিক উন্নয়নে এক মত বিনিময় সভা বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জি. এম.সালেহ উদ্দিন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএসএম জাকারিয়া হারুন, পৌরসভার মেয়র শহীদুল ইসলাম প্রমুখ । মুক্তাগাছা উপজেলার সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি, সুধীসমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকদের সাথে মুক্তাগাছার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, সরকারের বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় করেন। এছাড়াও কুমারগাতা ইউনিয়ন পরিষদ,ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং সোলার প্যানেল প্রকল্প পরিদশর্ন করেন প্রধান অতিথি । এসময় অতিঃজেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি),ময়মনসিংহ নাসরিন জাহান এবং মুক্তাগাছা উপজেলা নিবার্হী অফিসার মোঃ জুলকার নায়ন উপস্থিত ছিলেন। মুক্তাগাছা (ময়মনসিংহ) সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন