photo

শনিবার, ২৫ জুন, ২০১৬

মুক্তাগাছা দুই গাঁজাসেবীর কারাদন্ড


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় শনিবার দুপুর পৌনে ১টায় দুই মাদকসেবীকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কারাদন্ডপ্রাপ্তপ্তরা হচ্ছেন, মোঃ রফিকুল ইসলাম (৫৫) ও মোঃ রুহুল আমিন (৪৫) । মুক্তাগাছাস্থ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি মো: ইব্রাহিম জানান, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে মুক্তাগাছা থানাধীন খিলগাতি বাজার এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে গাঁজাসহ মোঃ রফিকুল ইসলাম ও মোঃ রুহুল আমিনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয় । ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুলকার নায়ন প্রেপ্তার দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বলে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় । ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : মুক্তাগাছা দুই মাদকসেবীর কারাদন্ড

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন