
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটো রিকশার সংঘর্ষে মজিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন । আজ শনিবার দুপুর ২টার দিকে ময়মনসিংহ - টাঙ্গাইল সড়কের মুক্তাগাছার গাবতলী কালিবাড়ি সংলগ্ন মুচারবাড়ি এলাকায় এঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা যাত্রিবাহী প্রান্তিক নামের বাসের সাথে টাঙ্গাইলের মধুপুরগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় । বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা খায় ।এসময় সিএনজির ২জন যাত্রী মারাত্নকভাবে আহত হন । স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান । তন্মধ্যে আহত মজিবুর রহমান মুক্তাগাছা হাসপাতালে মারা যান বলে কর্মরত চিকিৎসক জানান । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম তত্যের সত্যতা নিশ্চিত করেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন