
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় মুক্তাগাছাস্থ ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি- ১ কার্যালয়ে হিটস্ট্রোকে দেলোয়ার হোসেন (৫৪) নামের এক ডিজিএমের মৃত্যু হয়েছে । আজ শনিবার দুপুর ১টায় তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন । গুরুতর অবস্থায় প্রথমে মুক্তাগাছা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতারে নেয়া হলে দুপুর আড়াইটার দিকে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
মুক্তাগাছাস্থ ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুর রশিদ মৃধা জানান, এক বছর আগে তিনি এই সমিতির ডিজিএম ছিলেন । বর্তমানে তিনি সেনবাগে কর্মরত আছেন । আজ শনিবার অফিসিয়াল কাজে তিনি কর্মস্থল সেনবাগ থেকে মুক্তাগাছা আসেন । ২ মেয়ে সন্তানের জনক দোলেয়ার হোসেন টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা ।
এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে তার মৃত্যুর জন্য অডিট কর্র্তৃপক্ষকে দায়ী করে গুঞ্জন চলছে । গুঞ্জনকারীরা বলছেন, সমিতিতে অডিট চলছে । অডিট টিম তাকে মানসিকভাবে চাপ প্রয়োগ করার কারণে তার মৃত্যু হয়েছে বলে গুঞ্জনকারীদের দাবী ।তার লাশ হাসপাতাল থেকে মুক্তাগাছা কার্যালয়ে আনা হয়েছে এবং পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে বলে জানান, মুক্তাগাছাস্থ ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুর রশিদ মৃধা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন