photo

শনিবার, ২৫ জুন, ২০১৬

ময়মনসিংহে ও জামালপুরে ইয়াবাসহ ২জন গ্রেফতার


মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে ময়মনসিংহ ও জামালাপুর থেকে ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে । আজ শনিবার দুপুরে ও বিকালে অভিযান পরিচালিত হয় । গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শফিকুল ইসলাম (৪০) এবং মোঃ নুরুল আমিন (২৮) । , মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর এএসপি ইব্রাহীম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জামালপুর জেলার নান্দিনা বাজার এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ০৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শফিকুল ইসলাম (৪০), পিতা-মৃত ডাঃ নজরুল হক, সাং-নান্দিনা পশ্চিম বাজার, থানা ও জেলা-জামালপুর এবং ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আজমতপুর এলাকা থেকে ০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুরুল আমিনকে (২৮), পিতা-মৃত সোহরাব আলী, সাং-আজমতপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী ও জামালপুর থানায় দায়ের করা মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন