
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় সোমবার বিকালে উপজেলার ৪ জন মুক্তিযোদ্ধার মাঝে বরাদ্দকৃত বীরনিবাস উদ্বোধন ও ঘরের চাবি হস্তান্তর করা হয় ।
বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার বাসস্থল বীরনিবাস উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ জুলকার নায়ন ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আবুল কাশেম; সহকারী কমান্ডার মো: জিন্নাহ , উপজেলা প্রকৌশলী অসিত বরন দেব প্রমুখ । জানা যায়, ৬নং মানকোন মুজাটিতে মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ৩নং তারাটিতে বারকাহনিয়া গ্রামে হাতেম আলী , পিরাকন্দা গ্রামের আব্দুল গফুর এবং ৪নং কুমারগাতা ইউনিয়নের গাড়াইকুটি গ্রামের শামছুল হকের মাঝে ঘরের চাবি হন্তান্তর করা হয় । প্রতিটি ঘর তৈরিতে ব্যয় করা হয়েছে ৮ লাখ টাকা ।
ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : ’বীরনিবাস' উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন উপজেলা নিবার্হী অফিসার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন