photo

বুধবার, ৮ জুন, ২০১৬

মুক্তাগাছায় গড় অঞ্চলে কাঁঠালের ব্যাপক ফলন


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় গড় অঞ্চলে(বনাঞ্চল) চলতি মৌসুমে কাঁঠালের ব্যাপক ফলন হয়েছে। উৎপাদিক কাঁঠাল পার্শবর্তী জেলা উপজেলা ও ঢাকার পাইকাররা এসে কিনে নিয়ে যাচ্ছেন ।গড় অঞ্চলের রসুলপুর গাবতলি, কালিবাড়ি, চেচুয়া, মলাজানি, নালিখালি, দুল্লা, কাশিপুর, দাওগাঁও , ঘোগা, কাঠবওলা, রাজাবাড়িসহ অসংখ্য বাজারে এখন পাকা কাঁঠালের সমারোহ । আশানুরুপ দাম পাওয়ায় খুশি কাঠাল বাগানের মালিকগণও । প্রতিটি কাঁঠাল পাইকারী বাজারে প্রকার ভেদে ২০ টাকা থেকে ৬০ টাকা দরে বিক্রি করছেন তারা । তবে খুচরা বাজারে কাঁঠালের দাম একটু বেশি । ৪০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বছরগুলোয় মুক্তাগাছা ও তৎসংলগ্ন গড় বা বনাঞ্চলে কাঁঠালের বাম্বার ফলন হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে । এতে ক্রমশ: বাড়ছে কৃষকের কাঁঠাল চাষে আগ্রহ । কাঁঠাল চাষিরা জানান, হাটের দিন কাঁঠালের চারা সংগ্রহ করে অব্যবহৃত জমিতে ও বাড়ির আঙিনায় গাছ রোপন করা হচ্ছে । কৃষি বিভাগও কাঁঠাল চাষাবাদে সহযোগীতা করছেন বলে জানান তারা । ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : বাজারে উঠা কাঁঠাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন