photo

বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬

মুক্তাগাছায় ঈদের জামাত অনুষ্ঠিত


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় লক্ষীখোলা কেন্দ্রীয় গোরস্থান মাদ্রাসা, বড় মসজিদসহপৌরসভার ৯টি ওয়ার্ড এবং ১০ টি ইউনিয়নের ঈদগাহ মাঠ ময়দানগুলিতে বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহে ঈদের জামাতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। মুক্তাগাছায় দুল্লা, বড়গ্রাম, তারাটি, কুমারগাতা, বাঁশাটি,মানকোন,ঘোগা, দাওগাঁও, কাশিমপুর ও খেরুয়াজানি ইউনিয়নে সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, ইউএনও জুলকায় নায়ন, রাজনীতিক ও সমাজের বিভিন্নস্তরের শ্রেণি পেশার মানুষ এসব জামাতে অংশ নেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন