photo

শুক্রবার, ৮ জুলাই, ২০১৬

মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়ন, জুন মাসে গ্রেফতার করেছে ৭৩ আসামী


মনোনেশ দাস : ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহ এর অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিম কর্তৃক ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোণা এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন ধরনের ৪৭ টি অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে জুন/২০১৬ মাসে ইয়াবা ট্যাবলেট-১৪১৬ পিস, বিদেশী মদ (officers choice)- ৪৬ বোতল, গাঁজা-২ কেজি ৭২৫ গ্রাম, হেরোইন-৫.৩ গ্রাম, ভারতীয় চোরাই জিরা (BABA SUPER JEERA)- ১,৮০৯ কেজি (৩১ টি বস্তা) উদ্ধার করা হয়। অভিযানে বিভিন্ন থানায় বিভিন্ন আইনে ২০ টি নিয়মিত মামলা রুজু করা হয়। তাছাড়া জুয়া খেলা হইতে নগদ টাকা -৩০,৬৪০/- উদ্ধার করে ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৯ জন জুয়াড়ীকে মোট-২৮,৬০০/- টাকা জরিমানা সহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া সময়ে সময়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন আইনের বিভিন্ন ধারা মোতাবেক মোট জরিমানা-৩,৭১,০০০/- টাকা করা হয়। জুন/২০১৬ মাসে আর্মড পুলিশ ব্যাটালিয়ন কর্তৃক মোট ৭৩ জন ব্যক্তি গ্রেফতার হয়। একনজরে জুন/২০১৬ খ্রিঃ মাসের অর্জিত সাফল্যের সারমর্ম ঃ ক্রঃ নং বিবরণ উদ্ধারকৃত মালামাল/ আসামী গ্রেফতার/মামলা রুজু/শাস্তি ০১ , মূল্য আনুঃ ৫৫,০০০/- ০২ , মূল্য আনুঃ ২৯,৪৫০/- ০৩ মূল্য আনুঃ ৪,২৪,৮০০/- ০৪ ইয়াবা বিক্রিত নগদ টাকা ৪,৬৮০/- ০৫ মূল্য আনুঃ ৪৬,০০০/- ০৬ মূল্য আনুঃ ৬,৩৩,১৫০/- ০৭ পিকআপ( রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ-ন-১৮-৬৭৪০) ১ টি ০৮ মোটরযান প্রশিকিউশন মামলা ৪৪ টি ০৯ ১০ তাস উদ্ধার ০৫ সেট ১১ ১২ মাদক, ভেজাল বিরোধী ও অন্যান্য অভিযানসহ মোট মোবাইল কোর্ট মামলা ৫৪ টি ১৩ থানায় নিয়মিত মামলা ২০ টি ১৪ থানায় নিয়মিত মামলায় আসামী গ্রেফতার ৩৩ জন ১৫ মোবাইল কোর্ট মামলায় আসামী গ্রেফতার ৩৭ জন ১৬ ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার ০২ জন ১৭ জিআর মামলার আসামী গ্রেফতার ০১ জন ১৮ ভেজাল বিরোধী অভিযান ০৯ টি ১৯ মাদক ও অন্যান্য অভিযান ৩৮ টি ২০ মোট অভিযান ৪৬ টি ২১ মোট টহল ১৪ টি ২২ মোট চেকপোস্ট ০৭ টি মোট আসামী গ্রেফতার ৭৩ জন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন