photo

সোমবার, ১১ জুলাই, ২০১৬

মুক্তাগাছায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন


মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুরে বিষ প্রয়োগ করে ২টি পুকুরের ২৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। তবে কে বা কারা এঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি । রবিবার ভোররাতে খেরুয়াজানি ইউনিয়নের আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে। খান এগ্রো মৎস্য ফিসারির মালিক মৎসচাষী মো: লিটন খান ১৯টি পুকুরে মাছের প্রজেক্ট করেছেন। ঐ প্রজেক্টের এক একর জমির ২টি পুকুরে সিং ,কই পাংকাস মাছ চাষ করেন। সোমবার ভোরে দেখতে পান ঐ ২ পুকুরের সব মাছ মাছ মরে গেছে । তিনি জানান, মাছগুলি ইতিমধ্যে বিক্রি করে অগ্রিম টাকা নিয়ে নিয়ে নিয়েছেন । সরেজমিনে দেখা গেছে পুকুরের পানি বিবর্ণ হয়ে গেছে । ঘটনাস্থল পরিদর্শন করে মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী জানান, প্রাথমিক তদন্তে পুকুরের পানি বিষাক্ত দেখা গেছে । বিষক্রিয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন