photo

সোমবার, ১১ জুলাই, ২০১৬

মুক্তাগাছায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেফতার করেছে । রবিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলেন, ফারুক মিয়া(৪৫), মোঃ লাইছ মিয়া (৫৫), কৃষ্ণ সাহা (৪৫) মোঃ রাজু আহম্মদ (২৮), মোঃ আবু সাইদ (৩২) মোঃ রফিকুল ইসলাম(৩০) এবং মোঃ সোহেল রানা (৩২) ব্যাটালিয়ন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিম কর্তৃক মুক্তাগাছা এবং মধুপুর হতে ৭ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি (১) ফারুক মিয়া(৪৫), পিতা-মৃত নুরুল ইসলাম, (২) মোঃ লাইছ মিয়া (৫৫), পিতা-মৃত আবুল হোসেন, উভয় সাং-ঘোষবাড়ী পূর্বপাড়া, থানা-মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে অনুমানিক ৬০ হাজার টাকার হেরোইন সহ ঘোষবাড়ী হতে গ্রেফতার করা হয়।ইতিপূর্বে গত ২৮ জুন ফারুক মিয়াকে গাঁজাসহ গ্রেফতার করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জুলকার নায়ন এর নিকট উপস্থিত করিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার জরিমানা করে। মুক্তাগাছা মন্ডার দোকানের পাশ থেকে তিন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত ব্যক্তি (১) কৃষ্ণ সাহা (৪৫), পিতা-মৃত ইন্দ্রভুষণ সাহা, সাং- মহারাজা বাজার, (২) মোঃ রাজু আহম্মদ (২৮), পিতা- মোঃ তোরাব আলী (ছুতু), (৩) মোঃ আবু সাইদ (৩২), পিতা-মৃত আঃ সবুর, উভয় সাং- লক্ষীখোলা, সর্ব থানা-মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহদের গাঁজা সহ গ্রেফতার করা হয়। টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিম কর্তৃক ২ জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি (১) মোঃ রফিকুল ইসলাম(৩০), পিতা-হরমুজ আলী, (২) মোঃ সোহেল রানা (৩২), পিতা- মৃত আমজাদ আলী, উভয় সাং- বুলিয়াবাড়ী, থানা-ধনবাড়ী, জেলা- টাঙ্গাইলদ্বয়কে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উপরোক্তদের বিরুদ্ধে সোমবার মুক্তাগাছা ও মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন