
মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় হারানো ছেলে সৈকতকে (৬) খুঁজে পেলো বাবা মা । শনিবার বেলা ১টায় হারিয়ে যাওয়ার পর ইত্তেফাক অনলাইনে ‘মুক্তাগাছায় হারিয়ে গিয়ে বাবা- মাকে খুঁজছে সৈকত ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর শত শত পাঠাক তাদের ফেসবুক ওয়ালে শেয়ার করেন ।
ইত্তেফাকের বদৌলতে শনিবার রাত ১০ টার দিকে ছেলেকে পেয়ে যারপরনাই খুশি সৈকতের বাবা অটোরিকশা চালক সুরুজ আলী এবং বাসা বাড়িতে শ্রমজীবি মা স্বপ্না ।
শিশুটির মা স্বপ্না জানান, ময়মনসিংহ সদর উপজেলার কাঠবওলা বাজারে ছেলেকে নিয়ে একটি বাসায় কাজ করছিলাম । একসময় অগোচরে সৈকত মহাসড়কে চলে আসে ।
ময়মনসিংহ- মুক্তাগাছা সড়কের পাশে খাগডহর বিজেপি ক্যাম্পের পাশ থেকে একটি সিএনজি অটোর চালক শিশুটিকে মুক্তাগাছা থানায় নিয়ে আসেন । এরপর ইত্তেফাকের সংবাদটি দেখতে পান শিশুটির চাচা অটোরিকশা চালক মুক্তাগাছার গোয়ারি গ্রামের বাসিন্দা অটো রিকশা চালক সালাম ।
সালাম জানান, ফেসবুকের মাধ্যমে ইত্তেফাকে প্রকাশিত ছবি দেখে বড় ভাই সৈকতের বাবা সুরুজ আলীকে খবর দেই । মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার জানান, শিশুটি তার বাবা- মার সন্ধান পেয়েছে এতে আমরাও খুশি ।
হারানোর পর শিশুটি হেফাজতে থাকা মুক্তাগাছা পৌরসভার কাউন্সিলর মো: আমজাদ হোসেন জানান, বাবা- মার কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে পারায় ভালো লাগছে । হারানো ছেলেকে খুঁজেন পেয়ে শিশুটি এবং তার বাবা-মা যারপরনাই খুশি ।
ছবি, মুক্তাগাছা (ময়মনসিংহ) : হারানো ছেলেকে খুঁজে পেলো বাবা- মা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন