photo

শনিবার, ৯ জুলাই, ২০১৬

মুক্তাগাছায় ৩ জুয়াড়ির কারাদন্ড


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় জুয়া খেলার অভিযোগে ৩ জুয়াড়ির প্রত্যেককে ৩ দিন করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত । আজ শনিবার বিকাল সোয়া ৪ টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি),নমীতা দে কারাদন্ডের নির্দেশ দেন । দন্ডপ্রাপ্তরা হলেন, মোঃ বুলবুল আহমদ (২৬), পিতা- আঃ ছালাম, (২) আল আমিন (১৯), পিতা- আমছার আলী, এবং (৩) মফিদুল ইসলাম মফিজ(২২), পিতা- মন্নেছ আলী । সর্বসাং মুজাটি পূর্বপাড়া , মুক্তাগাছা , ময়মনসিংহ । অভিযানের নেতৃত্বদানকারী মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যালিয়েনের এসআই মোঃ আঃ ওহাব সরকার জানান, মুজাটি পূর্ব পাড়ার হাবিবুর রহমান এর বসত বাড়ীর উত্তর পার্শ্বে দুপুরে জুয়া খেলার সময় সরঞ্জামসহ ৩ জনকে আটক করা হয় । এসময় জুয়ার বোর্ড থেকে ২ হাজার ৩৪৯ উদ্ধার করা হয় । পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয় । ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : ৩ জুয়াড়ির কারাদন্ড

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন