photo

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

ময়মনসিংহে বিভাগ একবছর পূর্তি পালন


মনোনেশ দাস : ময়মনসিংহে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার এক বছর প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । জেলা নাগরিক আন্দোলন আয়োজিত তারেক স্মৃতি অডিটোরিয়াম টাউনহলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক আন্দোলনের সভাপতি আ্যাডভোকেট আনিসুর রহমান খান । অনুষ্ঠানটি প্রথমে জাতীয় সংগীত ও কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়। পরে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জাতীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন,ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন,জেলা প্রশাসক খলিলুর রহমান, পৌর মেয়র মোঃ ইকরামুল হক টিটু সহ অন্যান্য নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন