
মনোনেশ দাস : নাসিরনগরসহ সারাদেশে হিন্দু সম্প্রাদায়ের মন্দির, প্রতিমা, বাড়িঘর ভাংচুর , লুটপাট অগ্নিসংযোগের প্রতিবাদে ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
বুধবার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ- উত্তরবঙ্গ সড়কের মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা ।
মানবন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জ্ঞানেন্দ্র চন্দ্র পাল, সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ বাপ্পী, গোপাল সাহা, বলাই কৈরি, দিলীপ পাল, চন্দন সাহা, ডা. চন্দন সাহা, গোপাল পাল, সুজিত কুন্ডু, রঞ্জিত সাহা, অশোক পাল, মিহির পাল, ব্রজগোপাল শ্যামল, তাপস দত্ত ,দিলীপ সাহা প্রমুখ ।
মানববন্ধনে নেতৃবৃন্দ হিন্দু ধর্মবলম্বীদের উপর বর্বরোচিত আত্যাচারের প্রতিবাদ ও অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন