
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় পুনরায় ময়নাতদন্তের জন্য চার মাস পর কবর থেকে মো: হেলালের লাশ উত্তোলন করা হয়েছে।
আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে মুক্তাগাছার পয়ারকান্দি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশটি তোলা হয়।
মামলার বাদী মো: হেলালের মা হেলেনা আক্তারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ আদালতের বিচারক পুনরায় লাশটির ময়নাতদন্ত করার নির্দেশ দেন।
বৃহস্পতিবার লাশ তোলার সময় মামলার তদন্তকারী সিআইডি ইন্সপেক্টর জুলফিকার আলী উপস্থিত ছিলেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জানা যায়, মো: হেলাল মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা দেয় । গত ২৪ জুলাই রাত ৯ টার ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী মায়ের মসজিদ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ভরাডোবা হাইওয়ে পুলিশ তার লাশটি উদ্ধার করে ।
ছবি ক্যাপশণ, মুক্তাগাছা(ময়মনসিংহ) : চার মাস পর কবর থেকে লাশ উত্তোলন (ফাইল ছবি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন