
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে মন্ডার দোকান ও একটি বেকারী প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট
শনিবার দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মুক্তাগাছা শহরের প্রসিদ্ধ মন্ডার দোকান (গোপাল পালের মন্ডার দোকান) ও কলেজ রোড এলাকার নিউ মীনা বেকারীকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুত ও সংরক্ষণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক যথাক্রমে ৭০,০০০/- ও ৩০,০০০/ টাকা মোট এক লাখ টাকা(১,০০,০০০) জরিমানা প্রদান করা হয়।
আমি খুশি, এই আইনে, মন্ডার দোকানের আরও জরিমানা ধরা উচিৎ, যে তারা নিজের ইচ্ছা হলেই, দাম বৃদ্ধি করে, দুধের মুল্য একই থাকলেও, গত এক বছরে, মন্ডার দাম ২ দাপে বৃদ্ধি পেয়েছে।
উত্তরমুছুন