
মনোনেশ দাস : ময়মনসিংহে 'টেকসই ভবিষ্যত গড়ি, ১৭ টি লক্ষ্য অর্জন করি' এই প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৬ পালন করা হয়েছে ।
শনিবার সকাল ১০টায় এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ময়মনসিংহ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয় হতে বৈশাখি মঞ্চ হয়ে জয়নুল আবেদীন পার্ক পর্যন্ত র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: খলিলুর রহমান ।জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. একেএম মোস্তফা কামাল প্রমুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন