মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ৩টি ইউনিয়নের ৩টি সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে । আজ মঙ্গলবার উদ্বোধন করেন, প্রধান অতিথি,ময়মনসিংহ- ৫ মুক্তাগাছা আসনের এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি ।
এগুলি হচ্ছে ,৯নং কাশিমপুর ইউনিয়নের বনবাংলা কর্তাবাড়ী মোড়- কয়েরপাড় নয়াবাড়ি , ৬নং মানকোন ঘাটুরি মধ্যপাড়া হতে ঘাটুরি বটতলা ভায়া ঈদগাহ সড়ক আইআরআইডিপি-২ প্রকল্পের এলজিইডির সড়ক উন্নয়ন এবং ১নং দুল্লা ইউনিয়নের চেচুয়া ইউপি- বিন্নাকুড়ি বাজার সড়ক ভায়া মলাজানি পল্লী সড়ক ও কালভার্ট রক্ষাণাবেক্ষণ কর্মসূচীর সড়ক মেরামত কাজ ।
প্রধান অতিথি এমপি সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি বলেছেন , “মুক্তাগাছা উপজেলায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের পথে। অচিরেই এর সুফল আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণ পাবে।”
তিনি আরো বলেন, “রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি তার নির্বাচনী এলাকায় ব্রিজ-কালভার্ট, জনগুরুত্বপূর্ণসহ গ্রামীণ প্রতিষ্ঠানের উন্নয়ন, পুরো উপজেলায় বিদ্যুতায়নের কাজ চলছে। এ সরকারের আমলেই মুক্তাগাছার সকল উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করা হবে।”
এলাকার উন্নয়নে তিনি যেখানে ছুটে যাচ্ছেন, দলমত নির্বিশেষে সবাই তাকে সহযোগিতা করছেন উল্লেখ করে বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে মুক্তাগাছাকে আলোকিত মডেল উপজেলায় পরিণত করা হবে।”
জাতীয় পার্টি জাতীয় সংসদে সত্যিকার অর্থে বিরোধী দলের গঠনমূলক দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি বলেন, “সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে বিরোধী দলের সংসদ সদস্যদের সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে, কোন ধরনের বৈষম্য করছে না। সরকারের একটাই উদ্দেশ্য- দেশকে উন্নয়নের সিঁড়িতে নিয়ে যাওয়া। অপরদিকে সরকারের জনবিরোধী কর্মকান্ডের সংসদে প্রতিবাদ করছে জাপা। এটাই হচ্ছে প্রকৃত বিরোধী দলের কাজ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলাকার নায়ন, মুক্তাগাছা থানার ওসি (তদন্ত মো: মাহবুব, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, শহর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবিএম জহিরুল হক, জাতীয় পার্টির নেতা আতাউর রহমান লেলিন, মাহবুব আলম ফকির, জসিম উদ্দিন মাষ্টার, ইউপি চেয়ারম্যান ইফতেখারুল চৌধুরী, হোসেন আলী , জাপা নেতা আব্দুল ওয়াহেদ প্রমুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন