photo

মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

মুক্তাগাছায় ৩ ইটভাটায় অভিযান, জেল- জরিমানা


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় আজ মঙ্গলবার বিকালে তারাটি ইউনিয়নের ৩টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে নগদ ৫লক্ষ টাকা অর্থ দন্ড ও ১জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রট রোমেন শর্মা তারাটি গ্রামের এস.এন.বি ব্রিকস্, বারকাহনিয়া গ্রামের আর.বি.এম ব্রিকস্ ও মৈশাদিয়া এলাকায় তুজা ব্রিকস্ এ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নূরে আলম, সহকারী পরিচালক পাপিয়া সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনি ব্যবহার, কৃষিজ জমিতে ইটভাটা স্থাপন, কৃষি জমির মাটি ব্যবহার, কয়লার পরিবর্তে জ্বালানি কাঠ পোড়ানো, এলজিইডির রাস্তা ব্যবহার, প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইট ভাটা স্থাপন করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ২০১৩ ধারা ৪/১৪, ৫/১৫, ৮/১৮ ও ৮/৩ লংঘনের এস.এন.বি ব্রিকস্কে ২লক্ষ, তুজা ব্রিকস্কে ২লক্ষ ও আর.বি.এম ব্রিকস্কে নগদ ১লক্ষ টাকা ও ঐ প্রতিষ্ঠানের মালিক রাশিদুল ইসলাম সুমনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের মামলা নিষ্পত্তি করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন