মনোনেশ দাস : বাংলাদেশের বিখ্যাত ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাতা হানিফ সংকেত ময়মনসিংহের মুক্তাগাছায় ঘোগা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে কোরিয়ান ফার্ম সেহার কার্যক্রম নিয়ে শুটিং করেছেন । আজ বুধবার ২২ মার্চ এ শুটিং অনুষ্ঠিত হয় ।
শুটিংকালে মুক্তাগাছা এমপি সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি, ইউএনও জুলকার নায়ন, ওসি আখতার মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন ।
জানা যায়, দক্ষিণ কোরিয়ার কোম্পানি সেহা বাংলাদেশ মুক্তাগাছা শহর থেকে ৬ কিলোমিটার দূরে ঘোগা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ১৯৯৮ সাল থেকে চাষাবাদ করে আসছে । কোরিয়ান মরিচের দাম প্রতিকেজি ১ হাজার টাকা । স্বাদে সামান্য মিষ্টি এই মরিচের একমাত্র ক্রেতা বাংলাদেশে বসবাসকারী কোরিয়ান দেশের জনসাধারণ । মুক্তাগাছায় মরিচের পাশাপাশি তারা ৩ একর জমিতে চাষ করেছেন শাক সবজি আলু , বেগুন , পটল , লাউ , ডাটা , ঢেরশ , মিষ্টি কুমড়া প্রভৃতি ফসল । কোরিয়ানরা তাদের ভাষায় যাকে সম্বোধন করেন, মিনারী , ঘেইল , সাংচু , কেননিপ, আলথারি , মুআও, সাংচু, সিকুরী সুকাত, ছংগিয়ং, ছে, অবাক প্রভৃতি নামে । আকার প্রকার ভেদে এই শাক সবজির মূল্য কেজি প্রতি ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত । মুক্তাগাছায় উৎপাদিত শাক সবজি কোরিয়ান নাগরিকদের চাহিদা মেটাতে এখানে উৎপাদন করে ঢাকায় রপ্তানি করা হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন