photo

বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে হবে... এমপি মুক্তি


মনোনেশ দাস : শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ , দরিদ্র শিশুদের প্রতি মনোযোগী হতে সবার প্রতি বিশেষ করে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের এমপি, জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি । যাতে এই দরিদ্র শিশুদের কেউই খাদ্য ও শিক্ষা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত না হয়। ‘ ময়মনসিংহের মুক্তাগাছায় ‘আজ বৃহস্পতিবার (২৩ ,মার্চ) আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে ‘ বাড়ি , শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে প্রতিপাদ্যে গ্লোবাল ক্যাম্পেইন বাংলাদেশ এর ৫ বছর ব্যাপী ক্যম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির ভাষনে তিনি এ আহবান জানান । উপজেলা পরিষদ শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছার আয়োজনে অনুষ্ঠানে এমপি সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি বলেন, ১৬ কোটি মানুষের এই বাংলাদেশে বর্তমান সরকার প্রত্যেকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে আমাদের সচেতন থাকতে হবে যাতে কোনো শিশু খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।’ তিনি বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তাদের মাঝ থেকেই উঠে আসবে। আর তাই আমাদেরকে ভবিষ্যতের জন্য তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে এবং পরিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে যাতে তারা নিজেদের মেধা তুলে ধরতে পারে তার সুযোগ তৈরি করে দিতে হবে।আমাদের সন্তানদের অত্যাচার করবো না এ প্রতিজ্ঞা করতে হবে । উপজেলা পরিষদের চেয়ারম্যান এএসএম জাকারিয়া হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, ওয়ার্ল্ড ভিশনের রাজু উইলিয়াম রোজারিও, আরিফুল ইসলাম কল্লোল, জন পল স্কু প্রমুখ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন