photo

বুধবার, ২৯ মার্চ, ২০১৭

মুক্তাগাছায় মাছের সাথে শত্রুতা


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছা শহরের মেইনরোড তেলের পাম্প সংলগ্ন ঢলুয়াবিল মৎস ফিসারীর মালিক সৈয়দ শামীম সারোয়ার বাবুর পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে এই মৎস্য চাষীর প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার এঘটনা ঘটায় দুর্বৃত্তরা । ক্ষতিগ্রস্থ পুকুরের মালিক মৎস্য চাষী সৈয়দ শামীম সারোয়ার বাবুর অভিযোগ,পাশ্ববর্তী বাসিন্দা আকন্দগং পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগে এই ক্ষতি সাধন করেছে। এদিকে গত ২৪ মার্চ সৈয়দ শামীম সারোয়ার বাবুর বড় ভাই মুক্তাগাছা পৌরসভার সাবেক পা্যানেল মেয়র-১ সৈয়দ সাহেদ সারোয়ারকে হুমকি দেয় , প্রতিবেশি ঐ আকন্দ পরিবারের খোকন, পিতা জহির উদ্দিন, গিয়াস উদ্দিন ওরফে গিয়াস মাষ্টারগং । এরা পরিকল্পিতভাবে ঢলুয়াবিল এলাকায় গিয়াস মাষ্টারের বাড়ির সামনে ওৎ পেতে থাকা দৃর্বৃত্ত রঞ্জু এদিন সকালে সাহেদ সারোয়ারকে হত্যার উদ্দেশ্যে চলন্ত মোটরসাইকেল ধাক্কা দেয় । হত্যা করতে উদ্যত হয় । সাহেদ সারোয়ার এসময় মোটর সাইকেল যোগে ঐ রাস্তা দিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন । সাহেদ সারোয়ার প্রতিবাদ করলে, ঘটনাস্থলে লোকজন উপস্থিত হলে তাদের ফিসারী ক্ষতিগ্রস্থ ও তার পরিবারের জান মালের ক্ষতি করার হুমকি দেয় তারা ।এসময় উত্তেজিত এলাকাবাসী হুমকিদাতাদের অবরুদ্ধ করে রাখে । খবর পেয়ে থানা পুশিল অবরুদ্ধদের উদ্ধার করে । প্রতিকার চেয়ে উপরোল্লিখিতদের বিরুদ্ধে সৈয়দ সাহেদ সারোয়ার মুক্তাগাছা থানায় একটি জিডি করেন । জিডি নং ৯৭০ । তাং- ২৭-০৩-২০১৭ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন