photo

রবিবার, ২৬ মার্চ, ২০১৭

মুক্তাগাছায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস


মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার সূর্যোদয়ের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনার,বধ্যভূমির স্মৃতিসৌধে এবং পৌরসভা স্বাধীনতা ভাষ্কর্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয় । পর্যায়ক্রমে মুক্তাগাছার এমপি সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এএসএম জাকারিয়া হারুন, জেলা পরিষদ সদস্য জোসনারা মুক্তি, পৌরসভার মেয়র শহীদুল ইসলাম, ইউএনও জুলকার নায়ন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, গোলাম শাহরিয়ার শরিফ, মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম, ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ, ওসি আখতার মোরশেদ সহ বিভিন্ন সরকারি-বেসরকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপজেলা পরিষদ সংলগ্ন আরকে স্কুল খেলার মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনীতে সালাম ও অভিবাদন গ্রহণ করেন মুক্তাগাছার এমপি সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন