photo

বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭

মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের জন্মদিন পালন


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের জন্মদিন (বার্থ ডে বাউন্স ব্যাক-২০১৭ )পালন অনুষ্ঠান হয়েছে । বুধবার দুপুরে (২৬ এপ্রিল) এ উপলক্ষে আলোচনা সভা, প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয় । মুক্তাগাছা স্বপ্ন কুঁড়ি প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে জমিদার বাড়ি রোডে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানে দেড় শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহন করেন । ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার রাজু উলিয়াম রোজারিওর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সদর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ,ইত্তেফাক সংবাদদাতা ও ঢাকাটাইমস ব্যুরো প্রধান, মনোনেশ দাস, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার দিলু, ডাক্তার আইনুল হক, দৈনিক সমকাল প্রতিনিধি শফিউল্লাহ সরকার, সুমি গৌর, রওশনআরা ইথেন প্রমুখ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন