মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্প কার্যাক্রমে প্রচার না করেই সমূদয় অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে । অভিযোগে প্রকাশ,৮ মার্চ শনিবার মুক্তাগাছা উপজেলায় প্রকল্প কার্যক্রমের অংশ হিসাবে প্রচার কার্যক্রমের ছিলো শেষ দিন ।
প্রচার কার্যক্রমের অংশ হিসাবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলে পোস্টার , লেফলেট, স্টিকার, ব্যানার, ব্রশিউর লাগানোর শর্ত থাকলেও সংশ্লিষ্টরা কোথাও ন্যূনতম প্রচার না করেই সমূদয় অর্থ আত্নসাত করেছেন ।
প্রকল্পের ময়মনসিংহ জেলা সমন্বয়কারী সাইদুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রচার কোথাও দেখা যায়নি। এমর্মে একটি প্রতিবেদন আমাদের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিলের একটি চিঠি পেয়েছি । কিন্তু সংশ্লিস্টরা আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করেননি ।
এদিকে এ কার্যক্রমে প্রচার না করেই খানা গণনাকারীদের দিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে । এতে মাঠ পর্যায়ের কর্মীরা নানা সমস্যার সন্মুখীন হচ্ছে বলে জানান, মুক্তাগাছা উপজেলার মালতিপুর এলাকার মাঠ কর্মী ফারুক আহমেদ সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারের পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত ২০১৩ হতে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকেল্পের উদ্দেশ্য উপজেলার খানা ও সদস্যগণের তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমে সকল জনগোষ্ঠীর আর্থ সামাজিক তথ্য সম্বলিত একটি বিস্তারিত ডাটাবেইজ প্রণয়ন । প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচীকে সুপ্রতিষ্ঠিত করা।এ কার্যক্রমের প্রচার না থাকায় সরকারি কার্যক্রম ভেস্তে যেতে বসেছে বলে দাবি অভিজ্ঞমহলের ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন