photo

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

মুক্তাগাছায় খাল খননে উপকৃত কৃষক


মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় সরকারিভাবে খাল পুন:খনন করায় হাজার হাজার কৃষক এখন সেচ সুবিধা পেয়েছেন । সম্প্রতি উপজেলার কাশিমপুর ইউনিয়নের সোনারগাঁও গ্রামের কচুয়ার খাল পুন: খনন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) । স্থানীয় কৃষকরা জানান, এই এলাকায় প্রবাহিত কচুয়ার খালটি ভরাট হয়ে গিয়ে পানি মজে যেতো । একপর্যায়ে জলাবদ্ধতায় রুপ নেয় । পানি নিষ্কাষণ ব্যবস্থা অচল হয়ে যায়। সেচ সংকটে হাজার হাজার একর জমিতে চাষাবাদ মারাতœকভাবে ব্যাহত হয় । চাষাবাদে ঘটে বিপর্যয় । নিরুপায় হয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করলে সাড়া পড়ে সরকারের তরফ থেকেও । সরকারের কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) আওতায় খালটি পুন: খননের কাজ শুরু হয় গত বছরের ১লা ডিসেম্বর । চলতি মাসে ইতিমধ্যে নির্দিষ্ট সময়ের আগেই খালটি পুন:খনন সম্পাদন করে বিএডিসি। বিএডিসি মুক্তাগাছা (সেচ) ইউনিট সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরে কচুয়ার খালের ২.৪০ কিলোমিটার পূন:খনন ও সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়েছে । খালের দু’পাশে পাড় বাঁধানো হয়েছে । পাড়ের নিচ দিয়ে ইউপিভিসি পাইপের মাধ্যমে আউটলেট তৈরি করে দেয়া হয়েছে । খালের জমাকৃত পানি দিয়ে দু পাড়ের জমিতে ছোট ছোট এলএলপি দ্বারা সেচ প্রদান করা হচ্ছে । স্থানীয় জনপ্রতিনিধি আমজাদ হোসেন জানান, খালটি পুন:খনন হওয়ায় এলাকার কৃষক যারপরনাই খুশি । সুষ্ঠু ও সফলভাবে এই কাজ সম্পাদন করায় তারা বিএডিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান । স্থানীয় কৃষক ইউনুস আলী, তারা মিয়া , সুরুজ তালুকদার জানান, যে খাল আমাদের দু:খ হয়ে দাড়িয়েছিলো বিএডিসির উদ্যোগে এই পুন: খননে সুখ সমৃদ্ধি এনে দিয়েছে । বিএডিসি ময়মনসিংহ(সেচ) জোনের সহকারি প্রকৌশলী সরোয়ার জাহান জানান, বিগত সময়ে ক্ষতিগ্রস্থ কৃষকের চাষাবাদের কথা ভেবে আমরা রাতদিন ঘটনাস্থলে থেকে খালটি পুন:খনন করি । যাতে করে চলতি বোরো মৌসুমে সেচ সুবিধা পান তারা । তিনি বলেন, খালটি খননের পূর্বের অবস্থা থেকে ৫ফুট গভীর করা হয় এবং ৪০ফুট প্রস্থ ঠিক রেখে ৩/১ অনুপাতে খনন করায় সুফল পাচ্ছেন এলাকাবাসী । বিএডিসি ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলী রনি সাহা জানান, খালের দুই পাড়ে দীর্ঘস্থায়ীভাবে মাটি ধরে রাখতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন