photo

বুধবার, ২০ মার্চ, ২০১৯

মুক্তাগাছায় বটগাছের ফাঁক দিয়ে কাঁঠাল !


মনোনেশ দাস : আমাদের জাতীয় ফল কাঁঠাল । একে নিয়ে রয়েছে অনেক কিচ্ছা কাহিনী লোককথা । সে সব লোককথার সাথে বাস্তবের সম্পর্ক একেবারেই যে নেই তা নয় । ঝড়ে উপড়ে ফেলা কাঁঠাল গাছ মাটিতে শুয়ে বছরের পর বছর ফল দান করে যাচ্ছে তার উদাহরণ গ্রাম বাংলায় অনেক দেখা যায় । বিশাল কাঁঠাল গাছের ভেতরের কাঠ পচে ফাঁপা হয়ে গেলেও একটি হাজারী গাছের কান্ডে ডালে হাজার কাঁঠালের বাহার দেখা যায় । গাছের গোড়ায় থোকা থোকা কাঁঠাল মাটিতে বিছিয়ে থাকা অবস্থায় পাহাড়ী অঞ্চলে এখনও দেখা যায় । এমনকি মাটির নীচে কাঁঠাল ধরেছে এমন চিত্রও একেবারে বিরল নয় । কাঁঠাল গাছের এই বিচিত্র রূপ প্রকৃতির প্রতি কৌতুহলী মানুষের চোখ এড়িয়ে যায় না । এমনই একটি ভিন্ন চিত্র দেখা যায় , ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের ময়মনসিংহ- মুক্তাগাছা সড়কের পাশে মনতলা বাজারে । কয়েক বছর যাবৎ বটগাছের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে কাঁঠালের বোটা । সেখানে ধরছে কাঁঠাল ফল । গত ২০১৬ সালে জন্মে ৪টি কাঁঠাল । পরের বছরগুলিতেও ৪টি ফল ধরে ঐগাছের । এবার ধরেছে ৩টি ফল । মুক্তাগাছার মনতালা বাজারে বিডিআর স্টোর সংলগ্ন গাছ আর কাঁঠালের এই দৃশ্যটি নজর কাড়ছে । মঞ্জুরুল আলম বলেন, বাঁচার জন্য আকুতি। পরগাছা বট, কাঁঠাল গাছটিকে প্রায় মেরেই ফেলেছে। স্থানীয়রা জানান, শাখা প্রশাখা পাতাবিহীন বোচার মঞ্জুরী থেকে কাঁঠাল হয় এবং ক্রমেই তা স্বাভাবিক কাঁঠালের রূপ ধারন করে ।কাঁঠালের আকার এবং সজীবতা দেখে ভাবতে অবাক লাগে অন্য গাছের ফাঁকে কিভাবে ফলের বাহার মানুষের দৃষ্টি আকর্ষণ কাড়ে । প্রত্যক্ষদরশী মোফাজ্জল হোসেন আকন্দ জানান, অনেকেই এদৃশ্য দেখতে আসেন এখানে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন