photo

শনিবার, ২৩ মার্চ, ২০১৯

ময়মনসিংহে ডিজিটাল লেডী হেড টিচার আমেনা বেগম চম্পা


ময়মনসিংহ সদর লেতুমন্ডল উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল লেডী হেড টিচার আমেনা বেগম চম্পা। নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানে শতভাগ প্রযুক্তি নির্ভর শিক্ষায়। আমেনা বেগম চম্পা । যাকে চম্পা ম্যাডাম নামে সারা দেশের শিক্ষকগণ স্পেশালি সম্মানিত ডিজিটাল শিক্ষকগণ চিনেন । শিক্ষক বাতায়ন এ যিনি অত্যন্ত সক্রিয় শিক্ষক । উল্লেখিত বিদ্যালয়ে ২০০১ সালে একজন কম্পিউটার শিক্ষক হিসেবে তাঁর হাতেখড়ি । শুরু থেকেই তিনি চেষ্ঠা করে যান কিভাবে শিক্ষার্থীদেরকে আইটি জ্ঞানে সমৃদ্ধ করা যায় । ২০১২ সালে ডিজিটাল কন্টেন্ট তৈরীর প্রশিক্ষণ শেষ করে তিনি তিনি ডিজিটাল কন্টেন্ট তৈরী শুরু করেন এবং শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড করা শুরু করেন। এ যাবত তিনি ৬৬৬টি কন্টেন্ট শিক্ষক বাতায়নে আপলোড করেন যার মধ্যে প্রেজেন্টেশন ২৪ টি । ২০১৪ সালে এসেই সাফল্য পেয়ে যান। প্রধানমন্ত্রীর কার্যালয় এর Access to information ( a2i) কর্তৃক পরিচালিত শিক্ষক বাতায়নে ( www.teachers.gov.bd) সাপ্তাহিক সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা হওয়ার গৌরব অর্জন করেন । তাঁকে আমি শিক্ষা প্রশাসনের একজন সচেতন কর্মকর্তা হিসেবে দেরীতে হলেও উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি । যে কোন শিক্ষক যখন তাঁর পেশাগত কাজে পরিশ্রমের যথাযথ স্বীকৃতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অর্জন করে বিশেষ করে আইসিটি তথা ডিজিটাল কন্টেন্ট নির্মাণে অর্জন করে তাতে আমি খুবই আনন্দিত হই। ২০১৬ সালে একই বিদ্যালয় এর প্রধান শিক্ষক হিসেবে তিনি নির্বাচিত হন এবং যথারীতি প্রধান শিক্ষক এর দায়িত্বভার গ্রহণ করেন । শ্রেণি তে পাঠদান পদ্ধতি শতভাগ প্রযুক্তি নির্ভর করার জন্য তিনি ২ টি রুম এ স্থায়ী ভাবে মাল্টিমিডিয়া ক্লাস রুম হিসেবে সাজিয়েছেন । ফলে তাঁর প্রতিষ্ঠানের ১০০০ শিক্ষার্থীর জন্য ২২ জন শিক্ষককে মাল্টিমিডিয়া ক্লাস রুম এ ডিজিটাল কন্টেন্ট দিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে লেতুমন্ডল উচ্চ বিদ্যালয়টিকে তিনি অত্যন্ত সক্রিয় ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তিরিত করতে সক্ষম হয়েছেন। একজন ডিজিটাল শিক্ষক হিসেবে তিনি শিক্ষকদেরকে সহযোগিতা করে থাকেন । কাজের যথাযথ স্বীকৃতি স্বরূপ তিনি ২০১৬ সালে Access to information ( a2i) এর আয়োজনে কক্সবাজার শিক্ষক সম্মেলনে সেরা শিক্ষক হিসেবে সংবর্ধিত হন। তাছাড়া তিনি বি এস বি ফাউন্ডেশন অ্যাওয়ার্ড , সোনালী আসর ভৈরব এবং নিজ এলাকা থেকৈ সংবর্ধিত হন। শিক্ষকদের আইটি জ্ঞানে সমৃদ্ধ করার জন্য চারজন শিক্ষককে তিনি নিজে ঋন করে ল্যাপটপ কিনে দিয়ে মহানুভবতার কাজ করেছেন ।তিনিঁ জানালেন যে তাঁর বাবার প্রতিষ্ঠিত স্কুলটিতে ৮০% শিক্ষার্থী বিনাবেতনে লেখাপড়া করার সুযোগ ভোগ করছে। তিনি আরো জানালেন যে তার প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস নেয়ার জন্য ২২ জন শিক্ষক প্রতিযোগিতায় নেমে যায় । তিনি ICT4E ময়মনসিংহ জেলা এ্যাম্বাসেডর এর দায়িত্ব পালন করছেন । সমাজ বিজ্ঞান এ এমএসএস করা এই শিক্ষিকা শিক্ষকতার পাশাপাশি৯লেখালেখি করেন । ২০১৭ সালে কক্সবাজার শিক্ষক সম্মেলনে প্রকাশিত ম্যাগাজিন “ গুনগত শিখন টেকসই উন্নয়ন “ এ “ একটি বিদ্যালয়কে নিয়ে দেখা ডিজিটাল স্বপ্ন “ শিরোনামে তাঁর লেখাটি প্রকাশিত হয় । তাছাড়া তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নারী জাগরণ সম্পর্কিত লেখালেখি করেন। দৈনিক ইত্তেফাক পত্রিকায় আইসিটি বিষয়ক লেখা লিখেছেন সেরা হওয়ার গল্প ।তার স্কুলের ছাত্রদের লেখা ও খবরাখবর ইত্তেফাক পত্রিকায় নিয়মিত প্রকাশ হয় তিনি বাংলাদেশ স্কাউটস এর একজন সক্রিয় সহকারী লীডার ট্রেইনার , বাংলাদেশ স্কাউট থেকে মেডেল অব মেরিট পদক গ্রহন করেন তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছ থেকে। ব্রিটিশ কাউন্সিল এর সাথে কাজ করার স্বীকৃতি হিসেবে ব্রিটিশ কাউন্সিল এ্যাওয়ার্ড পেয়েছেন তিনি এ বছর । চম্পা ম্যাডামের সাথে অন লাইনে আমার প্রথম পরিচয় হয় পরে সোনালী আসর ভৈরব এ সাক্ষাত হয়। অত্যন্ত ছোট খাটো মিষ্টবাসী একজন ভদ্র মহিলা জনাব আমেনা বেগম চম্পা। তাঁর প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার ফলাফল ৯০% থেকৈ ৯৫ % ভাগ থাকে বলে তিনি আমায় জানান । তিনি আরো জানালেন যে শিক্ষার্থীদের একমেন্ডেশন সুবিধার জন্য নতুন একটি একাডেমিক ভবন প্রয়োজন । নতুন একটি ভবন করার স্বপ্ন তিনি দেখছেন যাতে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে লেখাপড়া করার সুযোগ পায়। আমরা আশা করছি জনাব আমেনা বেগম চম্পা’কে অনুসরণ করে হাজারো আমেনা বেগম চম্পা সৃষ্টি হবে এ দেশে । যাদের নেতৃত্বে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিযা ক্লাস নেয়ার জন্য শিক্ষকদের মাঝে চলবে প্রতিযোগিতা । আমি মনে করি চম্পা ম্যাডাম ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তথা শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য যোগ্য নাগরিক তৈরীতে তিনি কাজ করে যাচ্ছেন । আমার বিশ্বাস তিনি আরো অধিক সংখ্যক মান সম্মত ডিজিটাল কন্টেন্ট তৈরী করে বাতায়ন এ আপলোড করা অব্যাহত রাখবেন যাতে আমাদের পিছিয়ে পরা শিক্ষকগণ উক্ত কন্টেন্ট সমূহ ডাউনলোড করে কক্ষে শ্রেণি কক্ষে পাঠদান করতে পারে ।====মোঃ সাইফুল ইসলাম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ,লংগদু , রাঙ্গামাটি পার্বত্য জেলা . shaiful_435@yahoo.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন