photo

সোমবার, ১ এপ্রিল, ২০১৯

মুক্তাগাছায় মুন্ডহীন উদ্ধার দেহ ভ্যানচালকের


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় উদ্ধার গলাকাটা মুন্ডহীন লাশের দেহের পরিচয় মিলেছে । তার নাম ছিল , মো: শাহজাহান ওরফে সাজু (২৪) । খেরুয়াজানি ইউনিয়নের গড়বাজাইলের বাসিন্দা মৃত হালিমুদ্দিনের পুত্র । পেশায় ভ্যান চালক ছিল সে। সাজুর স্ত্রী হাজেরা খাতুনের বরাত দিয়ে মুক্তাগাছা থানার এসআই নাজিম জানান, ৩০ মার্চ সে বাড়ি থেকে বাজারের উদ্যেশ্যে যান ।৩১ মার্চ সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ ।ধারনা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে । মুক্তাগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসির উদ্দিন জানান, রবিবার উপজেলার খেরুয়াজানি বানিয়াকাজি বটতলা পুকুরের পাশে একটি মাথাবিহীন লাশ পাওয়া যায় । সেই মাথা খোঁজার চেষ্টা করে ময়মনসিংহ থেকে আসা একটি ডুবুরি দল । ঘটনাস্থল পরিদর্শন করেন ,ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন । মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহ্ মুদ আজ সোমবার জানান, লাশের মাথা উদ্ধারের চেষ্টা চলছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন