photo

রবিবার, ৭ এপ্রিল, ২০১৯

ময়মনসিংহে টিটুর সমর্থনে আনন্দ-উচ্ছ্বাস


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে সিটি করপোরেশন (এমসিসি) নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের টিকিট পাওয়া প্রার্থী বর্তমান প্রশাসক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুর সমর্থনে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা । ৫এপ্রিল আ.লীগের মনোনয়ন পাওয়ার পর ৬ এপ্রিল ঢাকা থেকে ফেরার পথে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, সংবর্ধনার মধ্য দিয়ে সমর্থন জানানো হয়েছে নৌকার মাঝি টিটুকে। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যুক্ত হন এসবে। ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থানরত উদীপ্ত নেতাকর্মীরা তাকে জয়ী করার জন্য সবাইকে মাঠে নামার অনুরোধ জানান। আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় তার মঙ্গল কামনা করে ময়মনসিংহে দোয়া মাহফিল হয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ, মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ইকরামুল হক টিটুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় শনিবার রাত পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দেয়া হয় গণসংবর্ধনা। গত ২৫ মার্চ সিটি নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ ৫ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৮ এপ্রিল, বাছাই ১০ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল। গত বছরের ১ এপ্রিল দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয় ময়মনসিংহকে। ওইদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এরপর ওই বছরের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশিত হয়। ১৬ অক্টোবর প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পান ময়মনসিংহ পৌরসভার শেষ মেয়র মো. ইকরামুল হক টিটু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন