photo

রবিবার, ৭ এপ্রিল, ২০১৯

ময়মনসিংহে টিটুর চোখে জল


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে সিটি করপোরেশন (এমসিসি) নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের টিকিট পাওয়া প্রার্থী বর্তমান প্রশাসক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু । সদা হাস্যোজ্জ্বল ইকরামুল হক টিটুর দয়া ,দান, মায়া , মমতা দেখেছে ময়মনসিংহের শহরবাসী । কান্নায় ভেঙে পড়তে দেখল শুক্রবার। ময়মনসিংহে সিটি করপোরেশন (এমসিসি) নির্বাচনে আওয়ামীলীগের টিকিট নৌকা পেয়েছেন । আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থার সন্মান করতে গিয়ে এবং ময়মনসিংহের শহরবাসীর ভালবাসায় সিক্ত হয়ে প্রথমে চোখে জল এসে গিয়েছিল টিটুর । তারই সংবর্ধনা অনুষ্ঠানে ভেসে আসলো টিটুর কান্নার শব্দ। এপ্রিল মাসটি দুঃসহ যন্ত্রণার ভারী বোঝা তার জীবনে। এই মাসটিতেই মা-বাবাকে হারিয়েছেন। আবার এই এপ্রিলেই নিজের রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ উপহার পেয়েছেন ইকরামুল হক টিটু। ফলে স্বভাবতই আবেগে ভেসে পড়েন ময়মনসিংহ সিটি করপোরেশনের এ প্রশাসক। সংবর্ধনার মঞ্চে দাঁড়িয়ে নিজের বক্তৃতার পর্বে স্বাভাবিক থাকতে পারেননি। নিজেকে এতিম উল্লেখ করে কেঁদেছেন অঝোরে। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত আবেগ-উচ্ছ্বাসে জীবনের বিয়োগ ব্যথার কথা উচ্চারণ করলেন। অঙ্গীকার করলেন মডেল ময়মনসিংহ সিটি করপোরেশন উপহারের। দোয়া চাইলেন বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী আর নিজের প্রয়াত মা-বাবা’র জন্য। ভোট চাইলেন আগামী ৫ মে নৌকা প্রতীকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন