পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

ময়মনসিংহে বর্জ্য অপসারনে আন্তরিক মেয়র


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগর এলাকায় আবর্জনার দেখা মিললে বাসিন্দাদের সিটি কর্পোরেশন কার্যালয়ের দ্বারস্থ হতে হয় না । মেয়র যান সাফাইয়ের কাজ দেখতে । যে কারনে পরিচ্ছন্ন কর্মীদেরও কাজে গতি আছে । মানুষ সমস্যার কথা কাউন্সিলরদের জানানোর আগেই জানিয়ে দেন মেয়রকে । তাৎক্ষনিক পদক্ষেপ নেন মেয়র । মঙ্গলবার কোরবানীর পশুর বর্জ্য অপসারনে দিনব্যাপী সরজমিনে তদারকি ও পর্যবেক্ষনে ছিলেন, মসিক মেয়র ইকরামুল হক টিটু । এদিন কোরবানীকৃত পশুর বর্জ্য দ্রুততম সময়ের মধ্যেই অপসারন কার্যক্রম পর্যবেক্ষনে মেয়র নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন শেষে পুরাতন ফুলবাড়ীয়া বাসষ্ট্যান্ড মোড়ের বর্জ্য সমূহ সার্বক্ষনিক উপস্থিত থেকে পশুর বর্জ্য সমূহ অপসারন কার্যক্রম তদারকি করেন। মেয়রের দীর্ঘতম সময় উপস্থিত থেকে বর্জ্য অপসারনের কার্যক্রম তদারকিকালে চলতি পথের বিভিন্ন স্তরের জনসাধারন মেয়রকে সাধুবাদ জানান। মেয়রও সকলের সহযোগিতা কামনা করেন এবং পুরাতন বাসষ্ট্যান্ডে পরবতীতে যেন কেউ ময়লা-আবর্জনা না ফেলে, সেদিকে সকলের প্রতি খেয়াল রাখার আহ্বান জানান। এসময়, মেয়রের উপস্হিতিততে দুই ট্রাক পশুর বর্জ্য আপসারন করার পর ঐ স্থানের দূর্গন্ধ মুক্ত করার জন্য পানি দিয়ে ধৌত করার পর ফিনায়েল ও ব্লিচিং পাউডার ছিটানো হয়। এসময় মেয়র পরিচ্ছন কর্মী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জনান। মেয়রের আন্তরিকতায় নগরে যত্রতত্র পড়ে থাকতে দেখা যায় না আবর্জনার স্তূপ। মেয়রের পক্ষ থেকে নজরদারির অভাব না থাকার কারণেই সুফল পাচ্ছেন নগরবাসী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন