স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ স্মৃতি সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে । বৃস্পতিবার কলেজ কর্তৃপক্ষেরন উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কেএম খালিদ এমপি। তিনি তার ভাষনে বলেন, অনেক সংগ্রাম, জেল জুলুম ও নির্যাতন সহ্য করে বঙ্গবন্ধু জাতির পিতা হয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শকে অনুসরণ করে একজন দেশপ্রেমিক চরিত্রবান ও আদর্শ সুনাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। কাজেই শিক্ষিত জাতি গড়তে হলে সবাইকে শিক্ষিত হতে হবে।” দীর্ঘ লড়াই তার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনটাই একটা চিত্রনাট্য। তার এই চরম আত্মত্যাগ ও রাজনৈতিক জীবনই তাকে মহান নেতা হিসাবে পরিণত করেছে। ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী শক্তি জাতির এই মহান নেতাকে ও তার পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইনডেমনিটি অদ্যাদেশ বাতিল করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করেছেন। এখনো স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
শহীদ স্মৃতি সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর খান মোহাম্মদ সালাউদ্দিন কায়জার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিও (এসপি) মোঃ নজরুল হোসেন, শসক উপাধ্যক্ষ মোঃ আব্দুল কাফি মিয়া, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক ইদু, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ্, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি প্রমুখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ স্মৃতি সরকারী কলেজের সহঃ অধ্যাপক সৈয়দ মাহবুবুল ইসলাম ও সহঃ অধ্যাপক শুভ্র দে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন